সেরা ৫টি | ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার।

ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার

যেকোনো ইংলিশ লেখা বাংলাতে রূপান্তরিত করতে ট্রান্সলেট অ্যাপ এর প্রয়োজন হয়। তাই আজকের এই আর্টিকেলে সেরা ৫টি ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার শেয়ার করতে চলেছি। তাহলে চলুন এক নজরে দেখে নেয়া যাক সেরা ৫টি ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার কে।

১) Google Translate

এটি গুগলের তৈরি নিজস্ব ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার। এটি ব্যবহার করে খুব সহজেই যেকোনো ইংলিশ লেখা বাংলা করা যায়। পাশাপাশি ১০০ এর অধিক ভাষা ট্রান্সলেট করা যায় এই অ্যাপ থেকে। এছাড়াও এই অ্যাপ ব্যবহার করে যে কোন বস্তুর গায়ে থাকা লেখা ট্রান্সলেট করা যায়। ডাউনলোড লিংক

২) Hi Translate

এটি চ্যাট ট্রান্সলেটর হলেও এটি দিয়ে আপনি খুব সহজেই বস্তুর উপর লেখা, কপি করা লেখা এবং চ্যাটিং করা অবস্থায় সরাসরি চ্যাট ট্রান্সলেট করা যায়। জনপ্রিয় এই ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার টিতে সর্বমোট রয়েছে ১৩৫টি ভাষা ট্রান্সলেট করার ক্ষমতা। ডাউনলোড লিংক



৩) Hi Dictionary

এটি একটি ডিকশনারি সফটওয়্যার। তবে এটিকে ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার হিসাবেও ব্যাবহার করা যায়। পাশাপাশি অফলাইন ট্রান্সলেট, ইনস্ট্যান্ট গ্রামার চেক এবং ক্যামেরার মাধ্যমে যে কোন বস্তু সাথে লেগে থাকা টেক্সট ট্রান্সলেট করা যায়। ডাউনলোড লিংক

৪) U Dictionary 

ইংলিশ শেখার পাশপাশি জনপ্রিয় এই ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার টি ব্যাবহার করে আপনি যেকোনো কিছু ট্রান্সলেট করতে পারবেন। সেই সাথে নির্দিষ্ট কিছু ট্রান্সলেট করার জন্য আপনাকে এই অ্যাপ ওপেন করতে হবে না অর্থাৎ ওপেন করা ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। এছাড়াও ক্যামেরা ট্রান্সলেট, ম্যাজিক ট্রান্সলেট, অফলাইন ট্রান্সলেট এবং স্ক্রিন লক অবস্থায় ছোট ছোট ওয়ার্ড শিখতে পারার সুবিধা রয়েছে এই অ্যাপে। ডাউনলোড লিংক 


৫) I Translate Translator

এই অ্যাপ থেকে টেক্সট, ভয়েস, ফটো ট্রান্সলেট এবং ডিকশনারির সকল ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন। ১০০ এর অধিক ভাষাতে নিজের ভাষা ট্রান্সলেট করার সুবিধা রয়েছে। এছাড়াও 40 টির উপর ভাষা ডাউনলোড করে তা পরবর্তী সময়ে অফলাইনে ব্যবহার করা সম্ভব। ডাউনলোড লিংক

শেষ কথা:

এই ছিল সেরা ৫টি ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার নিয়ে আজকের এই আর্টিকেল। আশা করছি, উল্লেখিত সকল ইংলিশ লেখা বাংলা করার সফটওয়্যার গুলো ব্যাবহার করে আপনারা ট্রান্সলেট এর কাজ খুব সহজেই করতে পারবেন। এমনি প্রতিনিয়ত বিভিন্ন টিপস এন্ড ট্রিকস এর পাশাপাশি গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপের রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Previous Post Next Post