টালিখাতা | হিসাব রাখার অ্যাপ!

টালিখাতা | হিসাব রাখার অ্যাপ!

কিছু বছর আগেও ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত হিসাব রাখার জন্য, মানুষ কাগজের তৈরি “টালিখাতা” ব্যবহার করতো। কিন্তু সময়ের বিবর্তনে আজ, মানুষ এই একই কাজ করছে স্মার্ট ফোন দিয়ে। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত হিসাব রাখার জন্য বিভিন্ন রকম অ্যাপ রয়েছে। তার ভেতর “টালিখাতা” অন্যতম। ২০১৯ সালের অক্টোবর মাসের ১৭ তারিখ, সর্বপ্রথম জনসম্মুখে আসে “টালিখাতা” অ্যাপ।

এর পরপরই ব্যবসায়ীদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে টালিখাতা। বর্তমানে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ ব্যবসায়ী ব্যবহার করছে “টালিখাতা

টালিখাতা কি?
এটি একটি অফলাইন ভিত্তিক হিসাব রাখার জনপ্রিয় অ্যাপ। কাগজের তৈরি টালিখাতার চেয়ে অনেকগুণ নিরাপদ এবং বৈশিষ্ট্যপূর্ণ। যা ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত হিসাব রাখার ক্ষেত্রে অটুট ভূমিকা পালন করে।

টালিখাতা যেভাবে ব্যাবহার করবেন:
• প্রথমে “টালিখাতা” অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর “ব্যবহার শুরু করুন” বাটনে ক্লিক করুন এবং ফোন নাম্বার দিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

• এরপর “ব্যবসা প্রতিষ্ঠানের নাম” দিন এবং সর্বশেষ “ব্যবহার শুরু করি” বাটনে ক্লিক করে আপসটি ব্যাবহার করুন।

টালিখাতা অ্যাপ এর বৈশিষ্ট্য বা সুবিধা:
• বাকীর হিসাব সবার আগে দেখার সুবিধা অর্থাৎ অ্যাপস ওপেন করা মাত্রই, বাকির হিসেব গুলো দেখতে পাওয়া যায়।

• ফ্রিতে এসএমএস ব্যবহার করে কাঙ্খিত ব্যক্তিদের কাছে “তাগাদা” দেয়ার সুবিধা।

• এসএমএসের মাধ্যমে নির্দিষ্ট কাস্টমারদের কাছে, লেনদেনের হিসাব পাঠানোর সুবিধা।

• প্রত্যেকটি লেনদেনের রিপোর্ট ডাউনলোড করার সুবিধা।

• হিসেব মুছে যাওয়ার কোন প্রকারের ভয় নেই। কারণ: এই অ্যাপে রয়েছে অটো ব্যাকআপ এর সুবিধা।

• হিসেবে ভুল হলে, তা পুনরায় সংশোধন করার সুবিধা।

• “টালিখাতা” অ্যাপসটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষা। যার ফলে যে কোন ব্যক্তি খুব সহজেই ব্যবহার করতে পারেন।

• অ্যাপস মুছে গেলে কিংবা মোবাইল চুরি হওয়ার পরেও, নির্দিষ্ট হিসেবগুলোর ডাটা পাওয়ার সুবিধা।

• পিন কোড ব্যবহার করে “টালিখাতা” অ্যাপসটি লক করে রাখতে পারার সুবিধা। এর ফলে আপনি ব্যতীত কেউই, আপনার হিসেবগুলো দেখতে পারবেনা।

• লেনদেনের প্রোফাইল অনুযায়ী “টালিখাতা” এর মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা প্রসারে সহজ শর্তে লোন পাওয়ার সুবিধা।

• ডিজিটাল মোবাইল ব্যাংকিং ব্যবহার করার সুবিধা অর্থাৎ “টালিখাতা” অ্যাপসটিতে আপনার মোবাইল ব্যাংকিং যোগ করে, কাস্টমারদের কাছে টাকা আদান-প্রদান করতে পারবেন।

এছাড়াও “টালিখাতা” অ্যাপসটিতে আপনারা পাবেন বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। যা ব্যবহার করে নির্দিষ্ট হিসাবগুলো আরো স্বচ্ছভাবে গুছিয়ে রাখতে পারবেন।

টালিখাতা অ্যাপ এর খারাপ দিক:
টালিখাতা” অ্যাপসটিতে এখনো পর্যন্ত, কোন ধরনের খারাপ দিক সাধারণ ব্যবহারকারীদের মাঝে লক্ষ করা যায়নি।

টালিখাতা রেটিং: অ্যাপসটির রেটিং অন্যসব হিসাব রাখার অ্যাপের তুলনায় অনেক বেশি। বর্তমানে প্লে স্টোরে টালিখাতার রেটিং রয়েছে 4.8★ 

টালিখাতা ডাউনলোড: অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন, শুধুমাত্র প্লেস্টোর থেকে। তবে ভবিষ্যতে অ্যাপেল-স্টোরেও পাওয়া যাবে বলে জানিয়েছে “টালিখাতা” কর্তৃপক্ষ।

শেষ কথা:
ব্যক্তিগতভাবে আমি মনে করি, টালিখাতা ব্যবসায়িক হিসাব রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করছি, আপনারাও ব্যাবহার করবেন এবং কাছের ব্যবসায়ীদের মাঝে পৌঁছে দেবেন।

ধন্যবাদ সবাইকে
Previous Post Next Post