ক্যামস্ক্যানার | CamScanner App 2021

ক্যামস্ক্যানার | CamScanner App 2021

CamScanner!
যে কোন ডকুমেন্টস কে মুহূর্তের মধ্যেই (PDF) আকারে রূপান্তরিত করার আরেক নাম। অফিস-আদালত,ব্যবসা-প্রতিষ্ঠান বা লেখা পড়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে এই CamScanner App. CamScanner অ্যাপসটি মূলত একটি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন। যা বর্তমানে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমে পাওয়া যাচ্ছে।
যেমন: অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস, উইন্ডোজ এবং ওয়েব। CamScanner সর্বপ্রথম প্লে স্টোরে রিলিজ হয় ২০১০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ। এরপর থেকেই CamScanner App এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

CamScanner কি?
এটি একটি পিডিএফ জেনারেটর অ্যাপ। যার মাধ্যমে খুব অল্প সময়ের ব্যবধানে, যে কোন ডকুমেন্টস থেকে লেখা কপি করে পিডিএফ তৈরি করতে সহযোগিতা করে। বর্তমানে ২০০+ এর অধিক দেশের প্রায় ৫০০ মিলিয়ন লোকের ফোনে ইন্সটল করা আছে, জনপ্রিয় এই পিডিএফ জেনারেটর অ্যাপ অর্থাৎ CamScanner App. এছাড়াও CamScanner অ্যাপে প্রতিদিন প্রায় ৫০০,০০০ নতুন লোক রেজিস্ট্রেশন করে আসছে। CamScanner ব্যবহার করা যাবে ফ্রী এবং প্রিমিয়াম ভার্সনে। তবে বেশির ভাগ ব্যবহারকারী ফ্রী ভার্সন ব্যবহার করে থাকে।

CamScanner ব্যবহারের সুবিধা:
• সব ধরনের কাগজের নথিপত্র স্কান এবং ডিজিটাইজ করার সুবিধা। যেমন: রশিদ, নোট, চালান, বিজনেস কার্ড, সার্টিফিকেট এবং হোয়াইটবোর্ড ডিসকাশন সহ আরো অনেক কিছু।

• স্ক্যান কোয়ালিটি অপটিমাইজ করার সুবিধা। Smart Cropping এবং Auto Enhancing নিশ্চিত করে, স্ক্যান করা নথিগুলোর রেজুলেশন, গ্রাফিক্স এবং প্রিমিয়াম রং ব্যবহারের সুবিধা।


• OCR এর মাধ্যমে নির্দিষ্ট ছবি থেকে শুধুমাত্র লেখা (Text) বের করে কপি, ট্রান্সলেট, Txt File অথবা শেয়ার করার সুবিধা। OCR এর অর্থ হচ্ছে: Optical Character Recognition.

• খুবই সহজে বন্ধু-বান্ধবদের মাঝে অথবা সোশ্যাল নেটওয়ার্কে PDF/JPEG আকারে নির্দিষ্ট ডকুমেন্টস শেয়ার করার সুবিধা।

• তাৎক্ষণিকভাবে যে কোন ডকুমেন্টস প্রিন্ট করার সুবিধা। পাশাপাশি ৩০ টিরও দেশি দেশে ডকুমেন্টস এবং ফ্যাক্স পাঠানোর সুবিধা।

• একসাথে অনেকগুলো নথি/Document's যোগ করার পাশাপাশি, আপনার নথিগুলো চিহ্নিত করার জন্য কাস্টম ওয়াটারমার্ক যোগ করার সুবিধা।

• একাধিক ডকুমেন্টসের ভেতর থেকে নির্দিষ্ট ডকুমেন্টস খুঁজে পেতে সার্চের সুবিধা রয়েছে। পাশাপশি অল্প সময়ের ব্যবধানে ডকুমেন্টস খোঁজার জন্য Tags, Category এবং OCR ব্যবহারেরও সুযোগ রয়েছে।

• গুরুত্বপূর্ণ নথি পত্র সুরক্ষিত রাখার জন্য Passcode ব্যবহার করার সুবিধা এবং নথিপত্র শেয়ার করার সময় ও Passcode ব্যবহারেরও সুযোগ রয়েছে।

CamScanner এর খারাপ দিক:
২০১৯ সালে সিকিউরিটি ফার্মের একটি তথ্য অনুযায়ী, CamScanner App এর ভিতর “ম্যালওয়্যার” খুঁজে পাওয়া গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা গবেষকরা জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রকাশিত ক্যামস্ক্যানারের সংস্করণের ভিতর “Malicious Code” কোড আবিষ্কার করেছেন। 

[ উপরোক্ত খারাপ দিকটি ২০১৯ সালে পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে এ ধরনের কোনো সমস্যা CamScanner App এর ভিতর নেই। ]


CamScanner যেভাবে ব্যবহার করবেন:
• প্রথমে CamScanner অ্যাপসটি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর “Use Now” এ ক্লিক করুন এবং সকল ধরনের পারমিশন “Allow” করে দিয়ে এপসটি ব্যাবহার করুন।

[ CamScanner এর বেসিক সকল ধরনের ফিচার উপভোগ করতে অবশ্যই, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন। ]

CamScanner প্রিমিয়াম বৈশিষ্ট্য:
• বিরক্তিকর এডস এর ঝামেলা নেই।

• যে কোন ডকুমেন্টসে কাস্টম ওয়াটারমার্ক ব্যবহার করার সুবিধা।

• ID Mode Scan এর সুবিধা।

• একাধিক ডকুমেন্টস যোগ করে College তৈরি করার সুবিধা।

• যেকোনো ডকুমেন্টস HD Regulation এ এক্সপোর্ট করার সুবিধা।

• 20+ Privileges ব্যাবহারের সুবিধা।

• 10GB+ অনলাইন ক্লাউড স্টোরেজ ব্যবহার করার সুবিধা। এছাড়াও প্রিমিয়াম একাউন্টে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা।

CamScanner প্লান এবং সাবস্ক্রিপশন:
• Basic - ফ্রী

Premium
• 1 Months - $4.99
• 12 Months $49.99
• Lifetime- $299

Gold
• 1 Months - $9.99
• 12 Months - $59.99
• Lifetime - $299

CamScanner এর ডিজাইন:
এই অ্যাপ এর ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে, আমি বলবো এক কথায় অসাধারণ। অ্যাপসটি ব্যাবহার করা হয়েছে মিনিমালিস্টিক ডিজাইন। যার ফলে যে কোন ব্যক্তির কাছে অথবা যেকোনো প্লাটফর্মে খুবই অ্যাডজাস্টেবল।


CamScanner এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে CamScanner App এর প্লে স্টোরে রেটিং রয়েছে 4.7/5 এবং রিভিউ রয়েছে প্রায় 3 মিলিয়নেরও বেশি। পাশাপাশি অ্যাপ স্টোরে রেটিং রয়েছে 4.8/5 এবং রিভিউ রয়েছে প্রায় সাড়ে সাত লাখের বেশি।

CamScanner ডাউনলোড:
অ্যাপসটি আপনারা স্মার্টফোনের জন্য ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে।

শেষ কথা:
CamScanner খুবই গুরুত্বপূর্ণ একটি মোবাইল অ্যাপ্লিকেশন। যা ব্যবহার করে ব্যবসা-প্রতিষ্ঠান এবং লেখা পড়ার ক্ষেত্রে অটুট ভূমিকা পালন করে। আজকাল CamScanner ব্যতীত আরো অনেক পিডিএফ জেনারেটর অ্যাপ মার্কেটে রয়েছে। কিন্তু CamScanner App এর মত ফিচারসমৃদ্ধ অ্যাপ, একটাও নেই বললেই চলে। তাই আপনি যদি ব্যবসা-প্রতিষ্ঠান কিংবা লেখা পড়ার ক্ষেত্রে পিডিএফ জেনারেটর অ্যাপ খুঁজে থাকেন। তাহলে এখনই ডাউনলোড করুন CamScanner App.

ধন্যবাদ সবাইকে
Previous Post Next Post