আমি প্রবাসী রেজিষ্ট্রেশন এবং করোনা টিকা | Ami Probashi App


পরিবারের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য, আজ অনেকেই পাড়ি জমিয়েছে বিদেশে।
কারণ: বৈদেশিক মুদ্রা অর্জন করে, স্বাচ্ছন্দ ভাবে জীবন যাপন করবে বলে।
বর্তমানে যে কেউ চাইলেই যেতে পারে বিদেশে, কিন্তু বেশ কয়েক বছর আগেও বিদেশ যাওয়াটা অতটাও সহজ ছিলো না। ২০২১ সালে এসে মহামারী করোনার মধ্য দিয়েও, এক দেশ থেকে অন্য দেশে যাওয়াটা কঠিন কোনো কাজ নয়। যদি আপনি ব্যবহার করে থাকেন, “আমি প্রবাসী” অ্যাপ।

Ami Probashi কি?

আমি প্রবাসী” বিদেশে চাকরীর প্রক্রিয়াকে কয়েক গুণ সহজ করার লক্ষ্যে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অঙ্গীকৃত একটি উদ্যোগ। বিদেশে গমন ইচ্ছুকগণ সরাসরি সরকারী BMET ডাটাবেজে রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে, বিদেশে চাকুরীর সকল Info, Approval, Recruiting Agency এবং বিদেশে চাকরী নিয়ে যাওয়ার সকল প্রক্রিয়াসহ প্রয়োজনীয় Direction ও বিস্তারিত Info পাবেন এই অ্যাপটিতে।

Ami Probashi App এর বৈশিষ্ট্য:

করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার সুযোগ। ভ্যাকসিন সংগ্রহ করার জন্য “Ami Probashi” অ্যাপে BMET রেজিস্ট্রেশন সম্পন্ন করে। আপনার নিকটবর্তী টিকা কেন্দ্র থেকে টিকা সংগ্রহ করতে পারবেন।

• নিকটবর্তী সকল পাসপোর্ট অফিস দেখার সুযোগ। যেখানে আপনি হুবহু গুগল ম্যাপের মত, আপনার লোকেশন অনুযায়ী সকল পাসপোর্ট অফিস এর তথ্য পাবেন।

Ami Probashi অ্যাপের মাধ্যমে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ।

• নিকটবর্তী সকল রিক্রুটিং এজেন্সি দেখার সুযোগ।


• নিকটস্থ জেলা জনশক্তি এর সকল অফিস দেখার সুযোগ।

• নিকটস্থ সকল মেডিকেল সেন্টারগুলো দেখার সুযোগ।

• দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা দেখার সুযোগ।

• প্রবাসে থাকা-কালীন যেকোন প্রকারের সমস্যার সম্মুখীন হলে। সরাসরি নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার সুযোগ।

• বিদেশে চাকরি পাওয়ার জন্য এবং আপনার যাত্রা শুভ করার জন্য। যাবতীয় চেকলিস্ট অনুসরণ করার সুযোগ।

• বিদেশে চাকরি পাওয়ার জন্য, যে সকল সাধারণ প্রশ্ন আমাদের মনে থাকে। সে সকল প্রশ্নের উত্তর জানার সুযোগ।

Ami Probashi অ্যাপের মধ্যে পাবেন, আপনার নির্দিষ্ট দেশের নিয়মাবলী এবং নথি সমূহ।

• এই অ্যাপের মাধ্যমে আলাদা ভাবে “সাহায্য কেন্দ্র” পাবেন। যার মাধ্যমে প্রবাস ভিত্তিক যেকোনো ধরনের প্রশ্ন জানাতে পারেন।


আমি প্রবাসী রেজিষ্ট্রেশন:
1) প্লেস্টোর থেকে “আমি প্রবাসী অ্যাপ” ডাউনলোড করুন।
2) ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে “পরবর্তী” বাটনে ট্যাপ করুন।
3) কনফার্মেশন কোড দিয়ে “কনফার্ম” বাটনে ট্যাপ করুন।
4) নির্দিষ্ট দেশগুলো নির্বাচন করে “পরবর্তী” বাটনে ট্যাপ করুন। ( সর্বনিম্ন তিনটি দেশ নির্বাচন করতে হবে)
5) আপনার অভিজ্ঞতা নির্বাচন করুন এবং “পরবর্তী” বাটনে ট্যাপ করুন। (কমপক্ষে ১টি অভিজ্ঞতা নির্বাচন করতে হবে)
6) এরপর লিঙ্গ,বয়স, শিক্ষাগত যোগ্যতা,বিএমইটি এবং বর্তমানে আপনি বিদেশে কর্মরত আছেন কিনা টা নিশ্চিত করে “সম্পূর্ণ” বাটনে ট্যাপ করুন।।


আমার ব্যক্তিগত মতামত:

আমি মনে করি, Ami Probashi এ্যাপস টি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রত্যেক প্রবাসীকে। তাই আমি Recommend করবো যারা প্রবাসী আছেন বা আগামী দিনে বিদেশ যেতে ইচ্ছুক। তারা অবশ্যই “আমি প্রবাসী / Ami Probashi” অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করুন।

রেটিং: বর্তমানে এই অ্যাপসটির প্লে স্টোর রেটিং 3.5★

ডাউনলোড: অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Ami Probashi” অথবা এই লিংকে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে
Previous Post Next Post